জোরপূর্বক চেতনা বিলি অতঃপর অঙ্গ বস্র হারানো

লিখেছেন লিখেছেন Md Arif ১৩ এপ্রিল, ২০১৪, ১১:৫৪:২৬ রাত



বাংলাদেশে চেতনার ফেরিওয়ালারা যেভাবে জোরপূর্বক চেতনা দান করতে গিয়ে অঙ্গ আর বস্র হারাইতাছে তার জন্য না লিখেও পারা গেলনা।

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আশার পর চেতনাদারীদের যে জয়জয়কার পরিস্থিতি চলছিল তাতে মাঝে মাঝে নিজের উপর রাগ হত! মনে হত 'ইস,,, কেনযে চেতনাদারি হলামনা!' কিন্তু বিশ্বাস করেন অতিসম্প্রতি চেতনাদারীদের দুটি কোরবানির ঘটনায় আল্লাহকে ধন্যবাদ না দিয়ে পারলামনা এ জন্য যে 'আল্লাহ তায়ালা আমাকে অতি করুণা করে চেতনাদারি না বানিয়ে চেতনাহীন বানিয়েছেন।'

অবশ্য এতক্ষণে নিশ্চই আঁচ করতে পেরেছেন কোন দুটি ঘটনার কথা আমি বলতে চাচ্ছি। একটি হল অঙ্গ হারানোর ঘটনা আর অন্যটি হলো বস্র হারানোর।

উপরিউক্ত ঘটনা দুটি ঘটার পর চিন্তাশীল ভাবুক জনতার জন্য বেশ উদ্ধিগ্ন হওয়ার কারন গটেছে। কারন মিডিয়া যেভাবে পাইকারি দরে চেতনার ফেরি করে বেড়াচেছ তাতে না যানি কখন পুরো জাতিই চেতনাদারি হয়ে যায়। তখন আবার জাতীর জনকের দেয়া ঐতিহাসিক চোরের খুনি উপাধিটা হারিয়ে নতুন উপাধি "লিঙ্গহীন জাতী" গ্রহন করতে হবে। যা আমরা কেউই চাইনা।

তাই মিডিয়াকর্মী ভাইদের উদ্দেশ্যে বলব দয়াকরে এমন চেতনার ফেরিওয়ালা বনবেননা যে চেতনাদারি হতে গিয়া জাতিকে লিঙ্গ আর বস্রের মত দুটি অতি প্রয়োজনীয় মূল্যবান সম্ভ্রমহানিকর স্পর্শকাতর সম্পদ হারাতে হবে।

বিষয়: রাজনীতি

৯১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File